shinzo abe
Photo Credit: Twitter

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্থানীয় সময় আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয়েছিল।

সেখানে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে আবের মৃত্যু হয়। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই খবর প্রকাশ করে।

হাসপাতালের নেওয়ার পর জানা যায় যে, আবের ঘাড়ের ডান পাশে এবং বাম কলারবোনে আঘাত লাগে। তার দুবার গায়ে গুলি লাগে।

সাবেক এই প্রধানমন্ত্রীকে গুলি করার অভিযোগে পুলিশ ৪১ বছর বয়সি ইয়ামাগামি তেতসুয়াকে গ্রেফতার করেছে।

জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আবে ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here