দ্রৌপদী মুর্মু হলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি। তিনি ভারতের প্রথম আদিবাসী এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি যিনি এই সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছেছেন।
NDA's Presidential candidate #DroupadiMurmu officially declared as the President of the country pic.twitter.com/QQOGYLigS6
— ANI (@ANI) July 21, 2022
বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হওয়া গণনার তৃতীয় রাউন্ডের গণনায় জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) প্রার্থী দ্রৌপদী ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করেছেন।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় রাউন্ডেই ৫০ শতাংশর বেশি ভোট নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। এই রাউন্ডে মোট ১,৩৩৩ টি বৈধ ভোট ছিল। এর মধ্যে ৮২১ টি ভোট পেয়েছেন এনডিএ পদপ্রার্থী এবং ভারতের সাবেক অর্থমন্ত্রী ও বিজেপির একসময়ের শীর্ষ নেতা যশোবন্ত সিনহা পেয়েছেন ৫২১ টি ভোট।
ক্ষমতাসীন বিজেপি সাঁওতাল সম্প্রদায়ের এই নারীকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছিলেন। দ্রৌপদী মুর্মু ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ুরভাঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে জন্মগ্রহণ করেন।
বর্তমান ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী।