আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে মহাশূন্যে হেটে ইতিহাস সৃষ্টি করেছে দুই নারী নভোচারী । মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মির শুক্রবার আমেরিকার সময় ভোর ৭:৫০ থেকে এবং শুক্রবার দুপুর ২ টা ৫৫ মিনিট পর্যন্ত মহাকাশে হাটাহাটি করেন ।
Today, history was made as @Astro_Jessica and @Astro_Christina successfully completed the first #AllWomanSpacewalk! For more than 7 hours, the duo worked in the vacuum of space to conduct @Space_Station maintenance. Get details: https://t.co/9y6Dq9OR7B. pic.twitter.com/2ZDXA2E5NE
— NASA (@NASA) October 18, 2019
এই সময় তারা অকেজো হয়ে পড়া একটি বিদ্যুৎ নিয়ন্ত্রণ ইউনিট মেরামত করার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে বেরিয়েছিলেন। নাসা একে ‘ঐতিহাসিক পদচারণা’ বলে অভিহিত করেছে।
নাসা মূলত সাত মাস আগে শুধু নারীদের নিয়ে মহাশূন্যে হাঁটাহাঁটি চালাতে চেয়েছিল। কিন্তু তখন যথেষ্ট পরিমাণে মাঝারি-আকারের পোশাক প্রস্তুত ছিল না।
মেইরের জন্য এটা ছিল প্রথম ও ১৫তম নারী হিসেবে মহাশূন্যে পদচারণা। অন্যদিকে, কোচ আগেও মহাশূন্যে হেঁটেছেন । এটা তার চতুর্থবারের মতো। কিন্তু পুরুষবিহীন পদচারণা এই প্রথম।
প্রথম আমেরিকান নারী হিসেবে ক্যাথি সুলিভান ৩৫ বছর আগে মহাশূন্যে হেঁটেছিলেন।
“You’re doing an incredible job,” says @POTUS to @Astro_Christina and @Astro_Jessica during today’s #AllWomanSpacewalk. Tune in to watch history in the making: https://t.co/2SIb9YFKsH pic.twitter.com/bMMSzKVaFc
— NASA (@NASA) October 18, 2019
যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ট্রাম্প কোচ ও মেইরকে অভিনন্দন জানিয়েছেন।