নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় যে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি আবারো ক্ষমতায় ফিরে আসবে । তবে প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গেলেও এবার ক্ষমতায় যেতে হবে সংখ্যালঘু সরকার হিসাবে ।
Thank you, Canada, for putting your trust in our team and for having faith in us to move this country in the right direction. Regardless of how you cast your vote, our team will work hard for all Canadians.
— Justin Trudeau (@JustinTrudeau) October 22, 2019
সোমবার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রদর্শিত ফলাফলে এ তথ্য জানা যায়।
Congratulations to @JustinTrudeau on a wonderful and hard fought victory. Canada is well served. I look forward to working with you toward the betterment of both of our countries!
— Donald J. Trump (@realDonaldTrump) October 22, 2019
দ্বিতীয়বারের মতো সরকার গঠনের জন্য ট্রুডোর লিবারেল পার্টি সর্বাধিক আসন জয়ের প্রত্যাশা করেছিল। তবে এখনো লিবারেলদের সংখ্যাগরিষ্ঠের অভাব থাকায় ক্ষমতায় থাকার জন্য তাদের একটি বিরোধী দলের ওপর নির্ভর করতে হবে তাদের।
সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করতে হলে ৩৩৮ আসনের মধ্যে ১৭০ আসন পেতে হবে। এই পর্যন্ত খবর অনুযায়ী ১৪৬টি আসনে নির্বাচিত হয়ে এগিয়ে আছেন।
লিবারেল নেতা ট্রুডো এবং কনজারভেটিভ নেতা অ্যান্ড্রু শায়ার সোমবারের প্রতিযোগিতামূলক সাধারণ নির্বাচনে দুই শীর্ষ প্রার্থী ছিলেন। স্বাস্থ্যসেবা, জলবায়ু সংকট এবং জীবনযাত্রার ব্যয় ছিল এই নির্বাচনে ভোটারদের কাছে প্রধান বিষয়।