কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ ৮৬ বছর বয়সে মারা গেছেন। শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর জানিয়েছে। খবর আলজাজিরার।
রয়েল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।”
শেখ নাওয়াফ ২০২০ সালের তার ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুর পর কুয়েতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তী আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা হয়েছে।নতুন আমিরের বর্তমান বয়স ৮৩ বছর।
শেখ নাওয়াফের কর্মজীবন
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহ দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৬২ সালের ২১ ফেব্রুয়ারি ২৫ বছর বয়সে তিনি হাওয়ালির গভর্নর হিসেবে নিযুক্ত হয়ে ১৯ মার্চ ১৯৭৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৭৮ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে ১৯৮৮ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।
উপসাগরীয় যুদ্ধের পর ১৯৯১ সালের ২০ এপ্রিল তিনি শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি এই পদে ১৯৯২ সালের ১৭ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৯৪ সালের ১৬ অক্টোবর তিনি কুয়েত ন্যাশনাল গার্ডের উপপ্রধান হিসেবে নিযুক্ত হয়ে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
২০০৩ সালের ১৬ অক্টোবর আমিরি ডিক্রি জারি করা হলে তিনি কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।