ফ্লপি ডিস্ক অনেক আগেই বাতিলের খাতায় চলে গেছে। এখন আর কেউ এটা ব্যবহার করে না। বাজারেও পাওয়া যায় না।কিন্তু এই বাতিল জিনিসই স্টিভ জবসের কারণে হয়ে উঠেছে দামি। তার সিগনেচার করা একটি ফ্লপি ডিস্ক বিক্রি হচ্ছে ৭ হাজার ৫০০ ডলারে (৬ লাখ ৩০ হাজার টাকা)। ডিস্কটিতে ম্যাকিনটোশ সিস্টেম টুলস ভার্সন ৬.০ এর একটি কপি আছে।
Floppy disk with Steve Jobs’ signature valued at $7,500 https://t.co/MWP2hfaACh
— CNET News (@CNETNews) November 27, 2019
পণ্য বর্ণনায় ‘আরআর অকশন’ লিখেছে, ‘ফ্লপিটি বেশ মূল্যবান’, কারণ সহজে স্বাক্ষর দিতে চাইতেন না স্টিভ জবস। এমনকি বহু ভক্ত-সংগ্রাহকের অনুরোধ ফিরিয়ে দেওয়ারও রেকর্ড রয়েছে তার।
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সিগনেচার করা জিনিসের সংখ্যা বিশ্বে খুব কম। তাই এসব জিনিসের দামও বেশি। সই করা জিনিসের বেশিরভাগ বিক্রি হয় নিলামের মাধ্যমে।
গত আগস্টে স্টিভ জবসের সিগনেচার একটি পোস্টার বিক্রি হয় ৩১ হাজার ২৫০ ডলারে। সিগনেচার করা পোস্টারটি ছিলো ‘টয় স্টোরি’ সিনেমার। ২০১৮ সালে স্টিভ জবসের হাতে লেখা একটি চাকরির আবেদনপত্র ১ লাখ ৭৪ ডলার দামে বিক্রি হয়।