ভারতের কয়েকটি রাজ্যে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। এরই মধ্যে বিহার রাজ্যে দেয়া হয়েছে অদ্ভুত এক ঘোষণা। কেউ বিয়ের কার্ড দেখাতে পারলে ২৫ রুপিতে দেয়া হবে পেঁয়াজ।
জানা গেছে, বিহারে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে সরকার। নিত্যপণ্যটির দাম হাতের নাগালে রাখতে বিহার সরকার এ উদ্যোগ নিয়েছে।
বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতি জনকে ৩৫ টাকা দরে ২ কেজি পেঁয়াজ দেয়া হচ্ছে। তবে কারো বাড়িতে বিয়ে থাকলে দেয়া হচ্ছে ২৫ কেজি পেঁয়াজ।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পিয়াজের কেজি ১০০ রুপি। কোনো কোনো রাজ্যে সেই দাম ১২০-১৩০ টাকা দরেও পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে এক লাখ ২০ হাজার কেজি পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।