যুক্তরাজ্যে নির্বাচনী এলাকা আক্সব্রিজ অ্যান্ড রুইসলিপ আসনে কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা ছিল নড়বড়ে। তাই তাঁকে নিয়ে কিছুটা আশঙ্কা ছিল। সব আশঙ্কা উড়িয়ে নিজ আসনে বিজয় অর্জন করেছেন নির্বাচনের মূল নায়ক বরিস জনসন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৩৫১ ভোট।
JUST IN: Boris Johnson’s Conservative Party has officially won the UK election https://t.co/4LEc8juoss pic.twitter.com/n3ORJ8yJdx
— CNN (@CNN) December 13, 2019
নির্বাচনে কনজারভেটিভরা ভালো করবেন, এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। বরিসের জয়ে তা প্রমাণিত হয়েছে।
বরিসের নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার দলের প্রার্থী আলী মিলানি পেয়েছেন ১৮ হাজার ১৪১ ভোট। মাত্র ৫ হাজার ৩৪ ভোটের ব্যবধানে ২০১৭ সালে এই আসনে জিতেছিলেন বরিস জনসন।
এর আগে বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ শেষে প্রায় ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামতের ওপর জরিপ প্রকাশ করা হয়।
Congratulations to Boris Johnson on his great WIN! Britain and the United States will now be free to strike a massive new Trade Deal after BREXIT. This deal has the potential to be far bigger and more lucrative than any deal that could be made with the E.U. Celebrate Boris!
— Donald J. Trump (@realDonaldTrump) December 13, 2019
ওই জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয় পেতে যাচ্ছে। আর বিরোধী দল লেবার পার্টি পেতে যাচ্ছে ১৯১টি আসন।
এছাড়া লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি পাচ্ছে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫টি, প্লেইড সিমরু ৩টি, গ্রিন ১টি, ব্রেক্সিট পার্টি শুন্যটি আর অন্যরা সবমিলে ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে।