করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৫ জনে। সোমবার নতুন করে ৩ হাজার ২৩৫ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ হাজারের বেশি। এতে উদ্বিগ্ন চিনের রাশিয়া এবার তাদের দরজা বন্ধ করল। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

বিবৃতি দিয়ে রুশ সরকার জানিয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে চীন থেকে আসা বিদেশিদেরও রাশিয়ায় প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা থাকছে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে রাশিয়া। তখন রুশ বিদেশ মন্ত্রকজানিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য চিনের নাগরিকদের জন্য ভিসার সুযোগও বন্ধ করা হল ।

বিবিসি জানাচ্ছে, করোনাভাইরাস ২৪টি দেশে ছড়িয়েছে। চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জাপানে। ২০ জন আক্রান্ত হয়েছেন। থাইল্যান্ডে ১৯ জন, সিঙ্গাপুরে ১৮ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৫ জন আক্রান্তের খবর এসেছে। ভারতে কয়েকজন ও নেপালেও এই ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

করোনাভাইরাস আক্রান্ত হংকংয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আবার মালয়েশিয়ায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here