প্রায় নগ্ন হয়ে অন্তত ১০ হাজার মানুষ জাপানের ‘হাডাকা মাতসুরি –Hadaka Matsuri‘ উৎসবে যোগদান করেছেন। প্রতিবছর হনশু দ্বীপে দেশটিতে এই উৎসব পালিত হয়।
The raucous ‘Naked Festival’ involves 10,000 or so male participants cramming themselves into a temple to jostle for twigs and sticks thrown by a priest.
Whoever succeed in grabbing them is guaranteed a year of good fortune, according to legend. https://t.co/WwpO02FdK7
— CNN (@CNN) February 17, 2020
সিএনএনের খবরে বলা হয়েছে, জাপানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার সাইদাইজি কানোনিন টেম্পলে পালন করা হয় এ উৎসব।
আয়োজকরা বলছেন, ভেদাভেদ ভুলে সামাজিক জীবনে সমৃদ্ধ হতে এবং উন্নতির লক্ষ্যে এ ধরনের আয়োজন। সর্বস্তরের পুরুষরা সেখানে যোগ দিতে পারেন।
জানা গেছে, নগ্ন হয়ে সেখানে যাওয়ার পর সবার উদ্দেশ্য থাকে কাঠের তৈরি ‘শিঙ্গি’ পাওয়ার। আর ওই শিঙ্গি ভিড়ের মধ্যে ফেলে দেন যাজকরা। উৎসবের দিন একশ বান্ডেল শিঙ্গি ভিড়ের মধ্যে ফেলা হয়।
ব্যাপক ফসল, সমৃদ্ধি এবং উর্বরতা পাওয়ার লক্ষ্যে দেশটির স্থানীয় সময় শনিবার ৩ টা ২০ মিনিট নাগাদ এই অনুষ্ঠান শুরু হয়। উৎসবটিতে দেশটির যুবকেরাও অংশ নেন।
উৎসবে রাত ১০ টার দিকে সেখানকার যাজকেরা ১০০ কাঠি ছুড়ে দেন। যারা এই কাঠি পায় তারা নিজেকে ভাগ্যবান মনে করে। তাদের ধারণা, এই কাঠি পেলে আগামী এক বছর তাদের অনেক ভাল কাটবে।