করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার কারণে সাময়িকভাবে প্রায় ৫৪ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইরান।
8% of Iran’s parliament has the coronavirus, and it released 54,000 prisoners as the country descends into chaos https://t.co/aOX6tW1mPo via @businessinsider
— Nicholas Carlson (@nichcarlson) March 4, 2020
দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন ইসমাইলি বলেছেন, যে কয়েদিদের দেহে কভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যাবে না, কেবল তাদেরই জামিন দেওয়া হবে। তবে যেসব বন্দির সাজার মেয়াদ ৫ বছরের বেশি, তাদের মুক্তি দেওয়া হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি।
এখন পর্যন্ত ইরানে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭ জনের। দেশটিতে আক্রান্ত রয়েছেন ২ হাজার ৩৩৬ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৩৫ জন। এখনো ১ হাজার ৮২৪ জন রয়েছেন চিকিৎসাধীন।
ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন এ করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৯০ হাজার ছাড়িয়ে গেছে; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১১০ জনে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কভিড-১৯ এর উপস্থিতি চীনের বাইরেই বেশি দেখা যাচ্ছে। ইরানের পাশাপাশি ইতালি ও দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটির সংক্রমণ বিশ্বজুড়েই উদ্বেগ বাড়াচ্ছে।