নোভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা করতে ভারতের দিল্লিতে চা পার্টির মতো এবার ‘গোমূত্র পার্টি’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা। সংগঠনের সভাপতি চক্রপাণি মহারাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
Years ago a VHP leader whom I met with Uma Bharti gifted me cow urine soap for good complexion. I passed on “gift” to a pro BJP journalist friend.
😁
Hindu Mahasabha plans gaumutra party with cow-dung cakes to fight coronavirus in India https://t.co/UBGYVhVoCA via @ThePrintIndia— Saba Naqvi (@_sabanaqvi) March 4, 2020
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলা করতে গোমূত্র এবং গোবরের ওপরেই প্রবল আস্থা দেখিয়েছেন হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ। এই প্রাণঘাতী ভাইরাস নির্মূল করতে গোমূত্র, গোবর এবং গোজাত সামগ্রীর উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
মহাসভার সভাপতি চক্রপানি মহারাজ জানিয়েছেন, দিল্লিতে যাতে করোনার প্রকোপ ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই ‘গোমূত্র পার্টি’র আয়োজন।
তিনি বলেন, যেমন আমরা চা-চক্রের আয়োজন করি, তেমনই গোমূত্র পার্টির আয়োজন করছি। সেখানে করোনাভাইরাস কী এবং কীভাবে গরু থেকে প্রাপ্ত জিনিসপত্র খেয়েই এই ভাইরাসমুক্ত থাকা যায়— সেসব নিয়ে সচেতনতার প্রচার করা হবে।
মহাসভার সভাপতি বলেন, এমন কাউন্টার থাকবে, যেখান থেকে পার্টিতে আসা লোকজনকে গোমূত্র খাওয়ার জন্য দেয়া হবে। পাশাপাশি আমরা গোবরের কেক বা ঘুঁটে, গোবর দিয়ে তৈরি আগরবাতিও রাখব। এগুলো খেলে বা ব্যবহার করলে ভাইরাস (করোনা) সঙ্গে সঙ্গে মারা যাবে।