প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সব ধরনের শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রবিবার দেশটির সরকার এ নির্দেশ দেয়।
#SaudiArabia shuts down malls except for food stores and pharmacies, and bans serving food in restaurants and cafes while allowing delivery services, as part of the government’s efforts to combat the spread of the #coronavirus.https://t.co/NzsSDC89ht
— Al Arabiya English (@AlArabiya_Eng) March 15, 2020
শপিং মল বন্ধের নির্দেশ দিলেও বিশ্বের অন্যান্য দেশগুলোর মত খোলা থাকবে খাবারের দোকান, সুপার শপ ও ফার্মেসি। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করে ইতোমধ্যেই শপিং মলগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সৌদি প্রশাসন।
এছাড়া সৌদি আরবে বিয়েসহ সকল জনসমাবেশ স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছে। সেই সঙ্গে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য শপিং মলগুলোর ভেতর ও বাইরে বিনোদনমূলক এবং খেলাধুলার জায়গাগুলো অস্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
প্রসঙ্গত, চীনসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৮৩৫ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার ৫৫৮ জনে।