বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে ২০০০ হাজার বছর আগে প্রাচীন তুর্কি ক্যালেন্ডারে বলা হয়েছিল। ওই ক্যালেন্ডারে বিশ্বের জন্য কয়েকটি বড় বিপদ আসার কথা রয়েছে বলে দাবি করা হচ্ছে।
2020 predictions from centuries ago: Does the ancient Turkish calendar know what will happen next?https://t.co/aY9SyhDd9c
— DAILY SABAH (@DailySabah) March 20, 2020
তুর্কি জ্যোতিষবিদরা প্রাচীন তুর্কি ক্যালেন্ডারে ২০২০ সালে বিশ্বজুড়ে এক ভাইরাস ছড়ার পূর্বাভাসের কথা উল্লেখ করেন। ওই ভাইরাসটির সংক্রমণে গোটা বিশ্ব মহামারির শিকার হবে। করোনাসহ আরো কয়েকটি বিপর্যয়ের কথা ওই ক্যালেন্ডারে উল্লেখ রয়েছে।
তুর্কির গণমাধ্যম দ্যা ডেইলি সাবাহ উঠে এসেছে এসব তথ্য। সেখানে বলা হয়েছে ক্যালেন্ডারে, মোট ১২ রকমের প্রাণী দিয়ে ঘোরানো, যেখানে প্রতি বছরে প্রতিনিধিত্ব করে একটি করে প্রাণী।
ঘোরানোভাবে বছরের নামগুলি যে প্রাণীর চিহ্ন হিসেবে দেখানো হয়েছে সে প্রাণীগুলো হলো ইঁদুর, গরু, বাঘ, খরগোশ, মাছ, সাপ, ঘোড়া, ভেড়া, বানর, মুরগী, কুকুর এবং শূকর। ২০২০ সালে ক্যালেন্ডারে ইঁদুরের বছর হিসাবে বলা হয়েছে তার্কিশ ঐ ক্যালেন্ডারে।