কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো। সোমবার প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার ছেলে জ্যাঁ জ্যাকস বলেন, করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন।
Congo’s ex-president Yhombi-Opango dies of #coronavirus | https://t.co/MacAFCUPFW pic.twitter.com/mVgmOmNKKd
— ajenglish (@AJEnglish) March 31, 2020
মৃত্যুকালে ওপাঙ্গোর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর নেতৃত্ব দেন। কঙ্গোয় ১৯৯৭ সালে গৃহযুদ্ধ শুরুর পর ওপাঙ্গো ফ্রান্সে নির্বাসন জীবন শুরু করেন।
বিশ্বজুড়ে মহামারী রূপ নেওয়া করোনায় এ পর্যন্ত ৭ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় ৩৮ হাজার। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ।