প্রাণঘাতী করোনাভাইরাস ইউরোপীয় দেশগুলো তাণ্ডব চালালেও আশ্চর্যজনকভাবে এতোদিন জার্মানিতে মৃত্যুর সংখ্যা ছিল তুলনামূলক অনেক কম। এ নিয়ে বিশ্বের অনেকেরই বেশ কৌতূহল সৃষ্টি হয়েছিল। অনেকে এ জন্য জার্মানির চিকিৎসাসেবার ব্যবস্থাকে বিশ্বের অন্যতম সেরা বলে দাবি করেছিলেন।
Number of confirmed coronavirus cases in Germany rises to 61,913: RKI https://t.co/2l9Ua7RWzd pic.twitter.com/GczAianyNz
— Reuters (@Reuters) March 31, 2020
তবে এবার সেই সাফল্যের বেলুন ফুটো হয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১২৮ জনের মৃত্যু ঘটেছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৬১৫ জন। এই নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫০ জনে। আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৫১ জন।
গত সপ্তাহে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এক টেলিভিশন ভাষণে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি আর কখনো হয়নি। করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।