করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭২৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৫৫ জনে।

এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৫৭৫ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ১ লাখ ১০ হাজার ৫৭৫। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৪৭ জন।

ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৫৫। একদিনে নতুন আক্রান্ত ৪ হাজার ৭৪২ জন। এখনও অতি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৩৫ জন। ফলে, আগামী কয়েক ঘণ্টায় মৃত্যুমিছিল যে বাড়বে, এ নিয়ে সন্দেহ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here