করোনাভাইরাসে ছড়িয়ে পড়েছে বিশ্বের দু’শ তিনটি দেশ ও দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে। এবার এই মারণ রোগের থাবা গিয়ে পড়েছে অ্যামাজনের জঙ্গলে। সম্প্রতি অ্যামাজনের এক আদিবাসী তরুণীর শরীরে মিলল করোনাভাইরাস। এই প্রথম ব্রাজিলে কোনো আদিবাসী এই রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এলো।
Brazil confirms first indigenous case of coronavirus in Amazon https://t.co/7LB5hMFPCx
— The Guardian (@guardian) April 2, 2020
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, অ্যামাজনের গভীরে বসবাসকারী কোকামা উপজাতির ২০ বছরের একটি তরুণী করোনা পজিটিভ হয়েছে।
ব্রাজিল-কলম্বিয়া সীমান্তের কাছাকাছি স্যান্টো আন্তোনিও দো ইকা জেলায় একটি আদিবাসী গ্রাম রয়েছে। ওই গ্রামেরই বাসিন্দা তরুণীটি। ওই গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই আদিবাসী নারী স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন। করোনায় আক্রান্ত ডাক্তারের থেকেই তার দেহে করোনাভাইরাস ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।