মেক্সিকোর একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া অন্তঃসত্ত্বা নারী আন্নামারিয়া হোসে রাফেল গঞ্জালেস যমজ সন্তান প্রসব করার পর তাদে রেখেছেন করোনা ও ভাইরাস। যমজ সন্তানদের এমন নাম প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আন্নামারিয়া হোসে রাফেল।
Mexican woman infected with COVID-19 gives birth to twins, names them Corona and Virus – The Citizen https://t.co/HJES7FzOx7
— Mohamed Dama (@dhamac25) March 30, 2020
জানা গেছে, সন্তান গর্ভাবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন আন্নামারিয়া। আক্রান্ত অবস্থাতেই মেক্সিকোর বেসিক লা ভিলা হাসপাতালে যমজ সন্তান প্রসব করেন তিনি। বিশ্বের করোনা পরিস্থিতিতে সন্তানদের জন্ম হওয়ায় তাদের নাম রাখেন করোনা ও ভাইরাস।
সংবাদ মাধ্যমে তিনি জানান, যমজ শিশু জন্মের পর তাৎক্ষণিকভাবে আমার কাছে কোনো নাম ছিল না, একজন চিকিৎসক আমাকে এই নাম রাখতে বলেন। পরে ভেবে দেখি নামটার মধ্যে সুন্দর একটি ধারণা রয়েছে।