করোনার ভয়ে কাঁপছে সারা বিশ্ব। এমন অবস্থায় পাওয়া গেছে সুখবর। বলা হচ্ছে, অ্যান্টি-প্যারসিটিক বা পরজীবীনাশী ওষুধ ধ্বংস করছে করোনাভাইরাসকে। ৪৮ ঘণ্টার মধ্যেই করোনাভাইরাসকে মেরে ফেলছে এই ওষুধ।
An anti-parasitic drug available throughout the world has been found to kill COVID-19 within 48 hours. A Monash University-led study has shown a single dose of the drug Ivermectin could stop the SARS-CoV-2 virus growing in cell culture. #coronavirus #7NEWShttps://t.co/wUQMiZD3sa
— 7NEWS Sydney (@7NewsSydney) April 3, 2020
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন এক গবেষণায় দেখা গেছে, অ্যান্টি-প্যারাসিটিক বা পরজীবীনাশী ওষুধ ইভারমেকটিনের এক ডোজই ৪৮ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে পারে এবং ২৪ ঘন্টার মধ্যেও উল্লেখযোগ্য মাত্রায় তা কমিয়ে ফেলতে পারে ।
তবে ওষুধটি শুধুমাত্র ল্যাবেই পরীক্ষা করা হয়েছে। এখনো মানবদেহে পরীক্ষা করা হয়নি। বিষয়টি নিয়ে আরও গবেষণা করা হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি অ্যান্টিভাইরাল রিসার্চ জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
করোনা মহামারীতে এজমা রোগীদের করণীয়