কারো ইচ্ছা হলো বিয়ে করার কিংবা পারিবারিকভাবে বিয়ের দিনক্ষণও চূড়ান্ত, এরপরেও কিন্তু বিয়ে করা সম্ভব নয়। বিয়ের আগে করতে হবে একটি কোর্স , আর সেই কোর্সের সার্টিফিকেট দেখানোর পরেই মিলবে বিয়ের অনুমতি।
ইন্ডিয়া টাইমস জানাচ্ছে, ২০২০ সাল থেকে এমন নিয়ম করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। বিয়ের আগে হবু বর-কনেকে করতে হবে তিন মাসের একটি প্রি-ওয়েডিং কোর্স।
গত সপ্তাহে এমন একটি ঘোষণা দেন দেশটির মানবসম্পদ উন্নয়ন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মুহাদজির এফেন্দি।
এই কোর্সে তরুণ-তরুণীদের বিয়ের আগে দাম্পত্য জীবন, শারীরিক বিষয়াবলি, সন্তান গ্রহণ ও লালন পালনের বিষয়ে শিক্ষা দেয়া হবে।
কেউ কোর্সটি সফলভাবে শেষ করতে পারলে তিনি বিয়ের জন্য উপযুক্ত হবেন। সেই সঙ্গে বিয়ের জন্য পাবেন একটি সার্টিফিকেট।
কোর্সটি পরিচালনা করবে যৌথভাবে মানবসম্পদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি খরচে বিনামূল্যে এই কোর্স করানো হবে দেশটির নাগরিকদের।