অস্ট্রেলিয়ার বিপক্ষে এ মাসেই টি-২০ সিজির খেলবে বাংলাদেশ ক্রিকেট দল । পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছেছে।
সূচি অনুযায়ী এক সপ্তাহের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সবকটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর সবগুলো ম্যাচই দিবারাত্রি। আগামী ৩ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।
খেলার আরও খবর:
সময় ও তারিখ | ম্যাচ | ফলাফল |
৩ আগস্ট | প্রথম টি-টোয়েন্টি | বাংলাদেশ ২৩ রানে জিতেছে বাংলাদেশ: ১৩১/৭(২০) অস্ট্রেলিয়া:১০৮(২০) ম্যাচ সেরা খেলোয়াড়: নাসুম আহমেদ |
৪ আগস্ট | দ্বিতীয় টি-টোয়েন্টি | বাংলাদেশ ৫ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া: ১২১/৭(২০) বাংলাদেশ: ১২৩/৫(১৮.৪) ম্যাচ সেরা খেলোয়াড়: আফিফ হোসেন |
৬ আগস্ট | তৃতীয় টি-টোয়েন্টি | বাংলাদেশ ১০ রানে জয়ী অস্ট্রেলিয়া: ১২১/৭(২০) বাংলাদেশ: ১১৭/৪(২০) ম্যাচ সেরা খেলোয়াড়: মাহমুদুল্লাহ রিয়াদ |
৭ আগস্ট | চতুর্থ টি-টোয়েন্টি | |
৯ আগস্ট | পঞ্চম টি-টোয়েন্টি |
ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ কবে, কখন, টি২০ ম্যাচের সময়সূচি, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচের ফলাফল, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ২০২১ টি২০ সিরিজের সময়সূচি