Olympic Games Tokyo2020

করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক। ২০২০’র পরিবর্তে ২০২১-এ টোকিও গেমস আয়োজিত হবে বলে আগেই জানিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার তরফে। এবার ঘোষিত হল টোকিও অলিম্পিকের নতুন সূচি।

সোমবার আইওসির তরফে জানিয়ে দেওয়া হয় ২০২১-এর ২৩ জুলাই শুরু হবে টোকিও গেমস। শেষ হবে ৮ অগস্ট। অর্থাৎ এক বছর পরে ঠিক একই সময়ে অনুষ্ঠিত হবে অলিম্পিক।

নতুন সূচি চূড়ান্ত হওয়ার পর আইওসি সভাপতি টমাস বাখ বলেছেন, ‘আমি নিশ্চিত যে, “টোকিও ২০২০” এর আয়োজক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার, জাপান সরকার ও আমাদের সকল স্টেকহোল্ডারের সঙ্গে একত্রে কাজ করে আমরা এই অভূতপূর্ব চ্যালেঞ্জ উতরে যাব।’

আগের সূচি অনুসারে, চলতি বছরের ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর ২৫ অগাস্ট থেকে প্যারালিম্পিক গেমস শুরু হওয়ার সূচি ছিল, চলার কথা ছিল ৬ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়ায় আসর দুটি এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here