iga swiatek
Photo credit: Twitter/Roland-Garros

ফরাসী ওপেন টেনিসের ফাইনালে মহিলাদের এককে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ইগা শিয়নটেক (Iga Swiatek) শিরোপা জয় করেন। এটা নিয়ে টানা ৩৫ ম্যাচে জয় পেলেন ২১ বছরের এই পোলিশ টেনিস তরুণী।

আজ ফাইনালে তিনি খুব সহজেই ৬-১, ৬-৩ গেমে আমেরিকার কোকো গফকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন। প্রথম সেট থেকেই ইগা পুরোপুরি কোকোর উপর আধিপত্য বিস্তার করে এবং তাকে ম্যাচে ফেরার কোন সুযোগই দেয়নি।

এর আগে পোল্যান্ডের শিয়নটেক ২০২০ সালে ফরাসী ওপেনে আমেরিকার সোফিয়া কেনিনকে ৬-৪, ৬-১ ব্যবধানে হারিয়ে ১৯ বছর বয়েসে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here