১৪ বার ফরাসি ওপেন জিতেছেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। এর আগে ১৩ বার ফাইনালে উঠে ১৩ বারই জিতেছিলেন।
𝗧𝗵𝗲 𝘁𝗮𝘀𝘁𝗲 𝗼𝗳 𝟭𝟰.
🗞️ Read up on #RolandGarros title #14 for @RafaelNadal after his 6-3, 6-3, 6-0 win this afternoon:
— Roland-Garros (@rolandgarros) June 5, 2022
আজ ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে সরাসরি ৬-৩, ৬-৩, ৬-০ সেটে পরাজিত করে ২০২২ সালের ফরাসি খেতাব জিতলেন নাদাল।
২০০৫ সালে মারিয়ানো পুয়ের্তাকে ৬-৭, ৬-৩, ৬-১, ৭-৫ সেটে পরাজিত করে নাদাল ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে প্রথম শিরোপা জিতেছিলেন।
Victory belongs to the most tenacious 🏆#RolandGarros pic.twitter.com/HveldTMGf8
— Roland-Garros (@rolandgarros) June 5, 2022
এই জয়ের ফলে তাঁর গ্র্যান্ড স্ল্যাম খেতাবের সংখ্যা বেড়ে হলো ২২। টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের তালিকায় ক্লে কোর্টের রাজা নাদালের পরেই আছেন রজার ফেদেরার ও জোকোভিচ।