ash-barty
Image source: Ash Barty / twitter

ফরাসি ওপেনে মেয়েদের এককে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। নারী এককের ফাইনালে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভদ্রোশোভাকে সরাসরি ৬-১, ৬-৩ সেটে হারালেন নতুন এই টেনিস তারকা ।

২৩ বছর বয়সী বার্টি ফরাসি ওপেনে অস্ট্রেলিয়ার ৪৬ বছরের শিরোপা খরা কাটালেন । ১৯৭৩ সালে অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্ট ক্যারিয়ারের শেষ ফরাসি ওপেন জিতেছিলেন ।

সবচয়ে মজার ব্যাপার হল এবারে মেয়েদের ফরাসি ওপেন বিজয়ী একজন ক্রিকেটারও । ২০১৪ সালে টেনিস থেকে বিরতি দিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলে যোগ দেন । এছাড়া তিনি অস্ট্রেলিয়া মহিলা বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট দলে খেলেছেন ।

পরে টেনিসে ফিরে ফরাসি ওপেন জিতে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসাও নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার এই নতুন টেনিস রানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here