ইতালিয়ান ওপেন পুরুষদের একক ফাইনালে বিশ্বের শীর্ষ এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচকে পরাজিত করেছে স্পেনের রাফায়েল নাদাল ।
TEN IN ROME
The moment @RafaelNadal overcame Djokovic to win an extraordinary 10th Rome title!#IBI21 pic.twitter.com/IldBAYvVKS
— Tennis TV (@TennisTV) May 16, 2021
আজ রবিবার ইতালিয়ান ওপেন ফাইনালে নাদাল ৭-৫, ১-৬, ৬-৩ সেটে জোকোভিচকে পরাজিত করে ১০ বার ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন নাদাল।
এর আগে নাদাল আমেরিকার রেইলি ওপেলকাকে সেমিফাইনালে ৬-৪, ৬-৪সেটে হারিয়েছেন । অন্যদিকে, জোকোভিচ সেমিফাইনালে ইতালির লরেঞ্জো সোনেগার বিরুদ্ধে জিতে ফাইনালে উঠেন ।
পরের সপ্তাহে শুরু হওয়া ফরাসি ওপেনের ফাইনালের আগে ভক্তরা দুই জনের লড়াই দেখল । এর আগে ২০২০ সালে দুই জনের মধ্যে ফরাসি ওপেনের ফাইনালেও লড়াই হয়েছিল। সেখানে জোকোভিচকে পরাজিত করে বিশতম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন নাদাল ।
এ পর্যন্ত সব ধরনের টেনিস ইভেন্ট মিলিয়ে ৫৭ বার মুখোমুখি হয়েছেন দুই তারকা। ২৯ বার জিতেছেন নোভাক জকোভিচ। ২৭ বার জিতেছেন রাফায়েল নাদাল।