ইউএস ওপেনের ফাইনালে পুরুষদের এককের শিরোপা জিতে নিয়েছেন রাশিয়ার দানিল মেদভেদেভ (DANIIL MEDVEDEV)। তিনি সার্বিয়ান তারকা জকোভিচকে ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে প্রথমবারের মত গ্র্যান্ডস্লাম জয় করেন ।
DANIIL MEDVEDEV HAS DONE IT! pic.twitter.com/x6a8Rlqqjk
— US Open Tennis (@usopen) September 12, 2021
২৫ বছর বয়সী মেদভেদেভ ২০১৯ সালে এই ইউএস ওপেনের ফাইনালেই রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন। এরপর এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এবং আজ ইউএস ওপেনে জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতলেন মেদভেদেভ।
এর আগে পাঁচ সেটের লড়াইয়ে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন র্যাঙ্কিংয়ের শীর্ষ এই রাশিয়ান খেলোয়াড়।
অন্যদিকে কানাডার ফেলিক্স ওজি আলিয়াসসিমেকে ৬-৪, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন দুই নম্বর বাছাই মেদভেদেভ। এটি তার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।
ছেলেদের এককে প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগটি হারালেন জোকোভিচ। এ বছরে গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শিরোপা ঘরে তোলেন জোকোভিচ।