Novak Djokovic
Photo credit: twitter/ @AustralianOpen

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে নিলেন সার্বিয়ার নোভাক জোকোভিচ । এই সঙ্গে তিনি অষ্টমবারের মতো এই টুর্নামেন্টের শিরোনামটি দখল করেন। এটি তার ১৭তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব।

রবিবার ফাইনালে মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় পুরুষ এককের ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক টিমকে ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন ।

টিম এই নিয়ে তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও শিরোপার দেখা পেলেন না অস্ট্রিয়ার টিম। এর আগে ২০১৮ ও ২০১৯ ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি।

জোকোভিচ এর আগে ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯ -এ শিরোপা জিতেছিলেন। এছাড়া ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিনবার এই শিরোপাটি ধরে রেখেছেন এবং অস্ট্রেলিয়ান ওপেনের ক্ষেত্রে এটি রেকর্ড। জোকোভিচ ১টি ফ্রেঞ্চ ওপেন, ৫টি উইম্বলডন এবং ৩টি ইউএস ওপেনও জিতেছেন ।

জোকোভিচের চেয়ে পুরুষ এককে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিয়ে এগিয়ে আছে রজার ফেদেরার (২০), রাফায়েল নাদাল (১৯)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here