আসন্ন ঈদুল আযহা বা কোরবানির ঈদে ট্রেনের আগাম টিকেট আগামী ২ জুন থেকে শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। কোরবানির ঈদের অগ্রিম ফিরতি টিকিট শুরু হবে ১০ জুন থেকে। রেলপথমন্ত্রী রেলমন্ত্রী জিল্লুল হাকিম, এম.পি এ কথা জানান।
আরও পড়ুন:
ট্রেন টিকিট বিক্রির নতুন সময়সূচী:
মন্ত্রী জানিয়েছেন, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি এবার থেকে সকাল ৮টা থেকে শুরু হবে। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর ২টা থেকে।
টিকিট কেনার নিয়ম:
- ১২ জুনের টিকিট: ২ জুন কিনতে হবে।
- ১৩ জুনের টিকিট: ৩ জুন কিনতে হবে।
- এইভাবেই ১৪ জুনের জন্য ৪ জুন, ১৫ জুনের জন্য ৫ জুন এবং ১৬ জুনের জন্য ৬ জুন টিকিট কিনতে হবে।
ফিরতি টিকিট:
- ২০ জুনের টিকিট: ১০ জুন কিনতে হবে।
- ২১ জুনের টিকিট: ১১ জুন কিনতে হবে।
- এইভাবেই ২২ জুনের জন্য ১২ জুন, ২৩ জুনের জন্য ১৩ জুন এবং ২৪ জুনের জন্য ১৪ জুন টিকিট কিনতে হবে।