ঢাকা-জয়দেবপুর ঢাকা

ঢাকা-জয়দেবপুর রুটে গাজীপুরের বাসিন্দাদের ঢাকায় অফিস যাতায়াতের সুবিধার্থে চার জোড়া নতুন যাত্রীবাহী কমিউটার ট্রেন চালু হতে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে আগামী রোববার থেকে এসব ট্রেন চলাচল শুরু করবে। ঢাকা রেলওয়ের টঙ্গী, তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনে থামার সুবিধা থাকায় যাত্রীরা সহজেই ঢাকায় যাতায়াত করতে পারবেন।

নতুন ট্রেনগুলোর নাম ও সময়সূচি

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খানের দেওয়া তথ্য অনুযায়ী, চালু হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে:

  • তুরাগ কমিউটার: তুরাগ-১, তুরাগ-২, তুরাগ-৩, তুরাগ-৪
  • জয়দেবপুর কমিউটার: জয়দেবপুর-১, জয়দেবপুর-২, জয়দেবপুর-৩, জয়দেবপুর-৪

বিশেষ সূচি:

  • তুরাগ কমিউটার শুক্রবার বন্ধ থাকবে।
  • জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে।

যাত্রার সময় ও স্টেশন

  • তুরাগ কমিউটার-২: সকাল ৬:৩০-এ জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
  • স্টপেজ: তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, ধীরাশ্রম।
  • তুরাগ কমিউটার-৪: রাত ১১:৪৫-এ জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
  • স্টপেজ: তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী।
  • জয়দেবপুর কমিউটার-২: সকাল ৭:১০-এ জয়দেবপুর থেকে ঢাকায় যাবে।
  • স্টপেজ: তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী।
  • জয়দেবপুর কমিউটার-৪: দুপুর ১২:৩০-এ জয়দেবপুর থেকে ঢাকা যাবে।
  • স্টপেজ: তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী।
  • তুরাগ কমিউটার-১: বিকেল ৫টায় ঢাকা থেকে জয়দেবপুর যাবে।
  • স্টপেজ: ঢাকা বিমানবন্দর, টঙ্গী।
  • জয়দেবপুর কমিউটার-১: বিকেল ৫:২৫-এ ঢাকা থেকে জয়দেবপুর যাবে।
  • স্টপেজ: তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী।
  • জয়দেবপুর কমিউটার-৩: বেলা ১১টায় ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছাড়বে।
  • স্টপেজ: তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী।
  • তুরাগ কমিউটার-৩: বিকেল ৫:২০-এ ঢাকা থেকে জয়দেবপুরের দিকে রওনা হবে।
  • স্টপেজ: তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, ধীরাশ্রম।

টিকিট সংগ্রহ
যাত্রীরা সংশ্লিষ্ট স্টেশনগুলোর কাউন্টার থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

সেবা নিয়ে প্রত্যাশা
নতুন এই ট্রেন সেবা ঢাকা ও গাজীপুরের যাত্রীদের দৈনন্দিন যাতায়াত সহজ করবে। সাশ্রয়ী ভাড়া ও সময়ানুবর্তিতার কারণে এটি যাত্রীদের জন্য অত্যন্ত কার্যকরী হবে বলে আশা করা যাচ্ছে।

বিস্তারিত জানতে:
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খানের বিজ্ঞপ্তিটি পড়ুন।

May be an image of blueprint and text

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here