saint-martin-resort

বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনেক হোটেল ও রিসোর্টস রয়েছে (Saint martin’s Island hotel)। এখানে কিছু রিসোর্ট জেটি থেকে ৫-৭ মিনিট হাঁটার দুরুত্ব, কিছু বিচের কাছাকাছি । অনেকের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে ।

আরো পড়ুন:

টেকনাফ থেকে সেন্টমার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা-যাওয়া করে বিভিন্ন রকম জাহাজ। এছাড়া কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিওটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ জাহাজে করে সেন্টমার্টিনে যযাওয়া যায় ।

এখানে সেন্টমার্টিনের কয়েকটি জনপ্রিয় রিসোর্ট ও হোটেলের নাম, ভাড়া, ফোন নম্বর তুলে ধরা হল :

ব্লু মেরিন: তলা বিশিষ্ট এ হোটেলে ৩৪টি বিলাসবহুল রুমসহ নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। রুম ভাড়া ২,৫০০-৩,৫০০ টাকা। যোগাযোগ: ০১৭১৩৩৯৯০০০ (ঢাকা), ০১৭১৩৩৯৯২৫০ (সেন্টমার্টিন)।

সী ভিউ: এই রিসোর্টটিতে রেস্টুরেন্টসহ ১৬টি রুম ও ৪টি তাবু রয়েছে। রুমের ভাড়া ১,২০০-৩,০০০ টাকা। যোগাযোগ: ০১৮৪০৪৭৭৭০৭ (ঢাকা), ০১৮৪০৪৭৭৯৫৬ (সেন্টমার্টিন)।

নীল দিগন্ত: রুমভাড়া ২,০০০-৪,৫০০ টাকা। অন্যান্য সবকিছু ঠিকঠাক আছে। যোগাযোগ: ০১৭৩০০৫১০০৫, ০১৭৩০০৫১০০৬, ০১৭৩০০৫১০০৭।

লাবিবা বিলাস: রুম ভাড়া ১,৬০০-৪,০০০ টাকা। যোগাযোগ: ০১৭৪৪১৩৬১৪৫ (ঢাকা), ০১৮৩৪২৬৭৯২২ (সেন্টমার্টিন)।

প্রাসাদ প্যারাডাইজ: প্রতি রুমের ভাড়া ২,০০০-৪,০০০ টাকা। যোগাযোগ: ০১৫৫৬৩৪৭৭১১।

সী ইন: প্রতি রুমের ভাড়া ২,০০০-৩,৫০০ টাকা। এখান থেকে সমুদ্র দেখার কোনো উপায় নেই। নির্জনতা উপভোগের সুযোগও কম। যোগাযোগ: ০১৭২২১০৯৬৭০, ০১৭৩৫৫৮১২৫১, ০১৭৭৫০১১২০৮।

সীমানা পেরিয়ে: এখানে থাকতে হলে আপনাকে খরচ করতে হবে ১,৫০০-২,৫০০ টাকা। যোগাযোগ: ০১৯১১১২১২৯২, ০১৮১৯০১৮০২৭।

কোরাল ভিউ: বাংলাদেশ নৌবাহিনী দ্বারা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় কোরাল ভিউ রিসর্ট ।এটি সেন্টমার্টিন দ্বীপপুঞ্জের শীর্ষস্থানীয় রিসর্ট যা গ্রাহকদের জন্য সমস্ত সুযোগ সুবিধাসহ রয়েছে। রুমপ্রতি ভাড়া ২,৫০০-৬,০০০ টাকা। বুকিং দিতে কল করুন: ০১৭১১৩৩৬৮২৫, ০১৬১১৩৩৬৮২৫, ০১৬৭৮০৭৬৩৬৩

প্রিন্স হ্যাভেন: নর্থ বিচের পাশে এর অবস্থান। এখান থেকে সমুদ্র বেশ ভালো দেখা যায়। রিসোর্টে ২৪টি কক্ষ ও রেস্টুরেন্ট আছে। কক্ষগুলোর ভাড়া ২,০০০-৪,০০০ টাকা। যোগাযোগ: ০১৮৩৩৩৬০৩৩৩।

সী প্রবাল: এখানে প্রতিটি রুমের ভাড়া ১,৫০০-২,৫০০ টাকা। যোগাযোগ: ০১৮১৬৪৬৭৪০৬, ০১৭৬১২০০৬৮৯।

প্রিন্স হেভেন রিসোর্ট: প্রিন্স হেভেন রিসোর্টের রুম ভাড়ার পরিমাণ ১,৫০০-৩,৫০০ টাকা। যোগাযোগঃ০১৯৯৫৫৩৯২৪৬, ০১৮৮৩৬২৬০০২

লাবিবা বিলাস রিসোর্ট: এখানে থাকতে আপনাকে খরচ করতে হবে ৩৫০০ টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত। যোগাযোগঃ ০১৭০০৯৬৯২১২, ০১৮৩৪২৬৭৯২২

ড্রিম নাইট রিসোর্ট (Dream Night Resort): এখানে রুম প্রতি খরচ হবে ১৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগঃ ০১৮২৫৬৫৬৩২৬, ০১৭৩০২৩৫০০২

সায়রী ইকো রিসোর্ট (Sayari Eco Resort): সায়রী ইকো রিসোর্টে ১৫০০ থেকে ৩০০০ টাকায় রাত্রিযাপনের সুযোগ রয়েছে। যোগাযোগঃ ০১৬১০৫৫৫৫০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here